হরমোনের অনিয়ন্ত্রিত ক্ষরণজনিত রোগের নাম, কারণ ও লক্ষণ
হরমোনের অনিয়ন্ত্রিত ক্ষরণজনিত রোগের নাম, কারণ ও লক্ষণ রোগের নাম কারণ রোগ লক্ষণ ১। ডোয়ারফিজম শৈশবকালে STH-এর কম ক্ষরণের ফলে। বৃদ্ধি ব্যাহত হয়, উচ্চতা ৩ ফুটের বেশি হয় না। ২। অ্যাক্রোমিক্রিয়া প্রাপ্তবয়স্কদের পিটুইটারি ক্ষরণ হ্রাস পেলে। মুখমণ্ডল, হাত-পা, মেরুদণ্ড ইত্যাদির স্বাভাবিক বৃদ্ধি হয় না। ৩। জাইগ্যানটিজম শৈশবকালে STH-এর ক্ষরণ বেশি হলে। অতিরিক্ত দৈর্ঘ্য বৃদ্ধি পায় …