কোষ ঝিল্লী বা কোষ পর্দা বা প্লাজমামেমব্রেন এর গঠন ও কাজ।

কোষ ঝিল্লী/কোষ পর্দা (Plasma membrane)

কোষ প্রাচীরের নিচে সমস্ত প্রােটোপ্লাজমকে ঘিরে যে স্থিতিস্থাপক ও অর্ধভেদ্য সজীব পর্দা থাকে তাকে প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন, সাইটোমেমব্রেন বা কোষ ঝিলী বলে।

মেমব্রেনটি স্থানে স্থানে ভাঁজবিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস (বহুবচনে মাইক্রোভিলাই) বলে। কোষের ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকা মাইক্রোভিলাসকে বলা হয় পিনােসাইটিক ফোস্কা।

কোষ ঝিল্লীর গঠন

কোষ ঝিল্লী প্রধানত লিপিড ও প্রােটিন দিয়ে তৈরি। এর গঠন বিন্যাস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন মডেল প্রস্তাব করেছেন তবে অধিকাংশ বিজ্ঞানীদের মতে লিপিড-এর অণুগুলাে দুটি স্তরে সজ্জিত হয়ে ঝিল্লী এর কাঠামাে গঠন করে এবং দুস্তর লিপিড কাঠামাের মধ্যে প্রােটিন অণুগুলাে অবস্থান করে।

রাসায়নিক গঠন

রাসায়নিকভাবে কোষ ঝিল্লী ৬০-৮০% প্রােটিন, ২০-৪০% লিপিড, ৪-৫% কার্বোহাইড্রেট এবং পানি ও লবণ দিয়ে গঠিত।

কোষ ঝিল্লী এর কাজ

১। কোষকে নির্দিষ্ট আকার দান করে।

২। কোষ এর আভ্যন্তরীণ সকল বস্তুকে বেষ্টন করে রাখে ।

৩। বাইরের সকল প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে।

৪। কোষের বাইরে এবং ভেতরে পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ ও সমন্বয় করে (ভেদ্য, অভেদ্য বা অর্ধভেদ্য হিসেবে)।

৫। বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে।

৬। বিভিন্ন রকম কোষ অঙ্গাণু (যেমন- মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি) সৃষ্টিতে সহায়তা করে।

Leave a Comment