জেনেটিক কোড কী? জিনেটিক কোডের বৈশিষ্ট্য।

জেনেটিক কোড কী?

কোড হলাে গােপন বার্তা বা গােপন সংকেত। আমরা সকলে জানি যে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য এক বংশধর থেকে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়।

এক ধরনের কোড তথা গােপন সংকেতের মাধ্যমে বৈশিষ্ট্যের এ স্থানান্তর ঘটে। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এ কোডকে বলা হয় জেনেটিক কোড।

DNA তে এ কোড অবস্থান করে। DNA এর নিউক্ৰিয়ােটাইড এ চার ধরনের নাইট্রোজেনাস বেস থাকে। যথা- অ্যাডিনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন(C) ও থাইমিন (T)। DNA অণুতে পাশাপাশি অবস্থিত তিনটি বেস মিলিতভাবে একটি জেনেটিক কোড গঠন করে।

প্রতিটি কোড ২০ প্রকার অ্যামাইনাে অ্যাসিডের যে কোনাে একটিকে নির্দেশ করে। mRNA সৃষ্টির মাধ্যমে ডিএনএ অণু এ কোডে তথ্য সাইটোপ্লাজমে প্রেরণ করে এবং সাইটোপ্লাজমে কোডের তথ্য অনুযায়ী এনজাইমসহ অন্যান্য প্রােটিন সংশ্লেষিত হয়।

জেনেটিক কোড কী? জিনেটিক কোডের বৈশিষ্ট্য।

সংশ্লেষিত প্রােটিনের মাধ্যমেই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ প্রকাশিত হয়। কাজেই দেখা যায়, জেনেটিক কোড হলাে নিউকিদ্বয়েটাইড এর অনুক্রম ও অ্যামাইনাে অ্যাসিডের অনুক্রমের মধ্যে যােগাযােগের পদ্ধতি।

একে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়- ডিএনএ অণুতে পর্যায়ক্রমিকভাবে সজ্জিত প্রতি তিনটি নিউক্লিয়ােটাইড এর মধ্যে একটি গােপন কোড নিহিত থাকে।

ডিএনএ অণু থেকে যখন এমআরএনএ ট্রান্সক্রাইব হয় তখন এ গােপন সংকেত এমআরএনএ অণুতে চলে আসে। ডিএনএ এর তিনটি নিউক্লিয়ােটাইডের বিপরীতে যে তিনটি কমপ্লিমেন্টারি নিউক্লিয়ােটাইড এমআরএনএ অণুতে সজ্জিত হয়, এ তিনটিকে একত্রে বলা হয় ট্রিপলেট।এমআরএনএ অণুর এ ট্রিপলেটকে বলা হয় কোডন।

প্রতিটি ট্রিপলেট একটি সুনির্দিষ্ট অ্যামাইনাে অ্যাসিডকে নির্দেশ করে। এ নির্দেশিত অ্যামাইনাে অ্যাসিড টিআরএনএ এর মাধ্যমে পলিপেপটাইড চেইন এ সংযুক্ত হয়ে প্রােটিন তৈরিতে অংশ নেয়।

টিআরএনএতে তিনটি নিউকিদ্বয়ােটাইডের যে ট্রিপলেট এমআরএনএ এর সম্পূরক ট্রিপলেটের (কোডনের সাথে) সাথে সংযুক্ত হতে পারে তাকে অ্যান্টিকোডন বলা হয়।

জেনেটিক কোডের বৈশিষ্ট্যাবলি

  1. কোডনগুলাে ট্রিপলেট
  2. একাধিক কোডন একটি অ্যামাইনাে অ্যাসিডকে কোড করে (যেমন- লিউসিন)।
  3. একটি কোডন কখনও একাধিক অ্যামাইনাে অ্যাসিডকে কোড করে না।
  4. কোডন তৈরিতে নিউক্লিয়ােটাইড কখনও ওভারলেপ করে না বরং ক্রমসজ্জা অনুসরণ করে।
  5. কোডনসমূহ সার্বজনীন অর্থাৎ বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযােজ্য এবং আদিকাল থেকে শত বিবর্তন ধারা অতিক্রম করে এখনও একই রকম আছে।
  6. কোডনগুলাে আরএনএ গঠনকারী চারটি বেস এর প্রতিনিধিত্বকারী অক্ষরের মাধ্যমে (অ্যাডিনিন= A, গুয়ানিন= G, সাইটোসিন=C ও ইউরাসিল = U) প্রকাশ করা হয়। এ চারটি বেস লেটার (A, U, C, G)। বিভিন্ন কম্বিনেশনে ৬৪টি কোডন তৈরি করে।
  7. এর মধ্যে তিনটি (UAA, UAG, UGA) কোডন কোন অ্যামাইনাে-অ্যাসিডকে নির্দেশ করে না, বরং ট্রান্সলেশন বন্ধ করার নির্দেশ প্রদান করে।তাই এই কোডন তিনটিকে সমাপনি কোডন বলা হয়।
  8. বাকি ৬১টি কোডন এর প্রতিটি কোন না কোন অ্যামাইনাে-অ্যাসিডকে নির্দেশ করে।
  9. এর মধ্যে AUG অ্যামাইনাে অ্যাসিড মেথিওনিন নির্দেশ করে যার মাধ্যমে ট্রান্সলেশন আরম্ভ হয়ে থাকে। তাই AUG কে প্রারম্ভিক কোডন (Initiation codon)।

Leave a Comment