অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের নাম, অবস্থান, নিঃসৃত হরমোন ও কাজ।

অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি (Endocrine gland) কী?

যেসব গ্রন্থি উৎপত্তিস্থল থেকে অতি সূক্ষ্মমাত্রায় হরমােন রক্তের মাধ্যমে অন্যত্র প্রবাহিত হয়ে দেহের স্বাভাবিক ও সুসংহত বৃদ্ধি, জনন ও নানাবিধ শরীরবৃত্তীয় কাজ সম্পাদন করে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে।

প্রাণীদের দেহে নালিবিহীন কতগুলাে গ্রন্থি থাকে। এসব গ্রন্থি থেকে হরমােন নামক জৈব জটিল রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়ে সরাসরি রক্তে মিশ্রিত হয়। হরমােন নিঃসরণকারী এই গ্রন্থিগুলােকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। নালি নেই বলে এদেরকে নালিবিহীন গ্রন্থিও বলা হয়ে থাকে।

মানবদেহে বিদ্যমান বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির নাম, অবস্থান, গঠন নিচে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হলাে-

অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের নাম, অবস্থান, নিঃসৃত হরমোন ও কাজ।

অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের নাম, অবস্থান, নিঃসৃত হরমোন ও কাজ

১। পিটুইটারি গ্রন্থি

এটি মস্তিষ্কে হাইপােথ্যালামাসের সাথে সংযুক্ত একটি গােলাকার ছােট গ্রন্থি। এ গ্রন্থি থেকে সর্বাধিক সংখ্যক হরমােন ক্ষরিত হয়। এসব হরমােন অন্যান্য প্রায় সকল গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে কাজের সমন্বয় ঘটায়। এজন্য এ গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়।

পিটুইটারি-গ্রন্থি। প্রভু গ্রন্ঠি। মাস্টার গ্লান্ড। গ্রন্ঠি রাজ।

পিটুইটারি গ্রন্থি ক্ষরিত হরমােন সমূহের নাম

১। বৃদ্ধি পােষক হরমােন (STH) ১। অস্থি ও কোমল টিস্যুর বৃদ্ধি, প্রােটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ।
২। থাইরয়েড উদ্দীপক হরমােন (TSH)২। থাইরয়েড গ্রন্থির হরমােন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
৩। লুটিনাইজিং হরমােন (LH)৩। নারীদেহে কর্পাস লুটিয়াম সৃষ্টি ও প্রােজেস্টেরন হরমােন ক্ষরণ ত্বরান্বিত করে এবং পুরুষে টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করে।
৪। ফলিকল উদ্দীপক হরমােন (FSP) ৪। ডিম্বাশয়ে ফলিকলের বৃদ্ধি, ওভুলেশন ও ইস্ট্রোজেন সৃষ্টিতে ভূমিকা রাখে।
৫। প্রােল্যাকটিন হরমােন (PRL)৫। স্তন গ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ।
৬।অ্যাড্রেনােকর্টিকোট্রপিক হরমােন (ACTH) ৬।এটি অ্যাড্রেনাল গ্রন্থিকে হরমােন ক্ষরণে উদ্দীপ্ত করে।
৭। মেলানােসাইট উদ্দীপক হরমােন (MSH)৭। মেলানােফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে।
৮। অ্যান্টি ডাই-ইউরেটিক হরমােন (ADH)৮। বৃক্কের পানি শােষণ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তচাপ বৃদ্ধি করে।
৯। অক্সিটোসিন৯। জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করা।

২। থাইরয়েড গ্রন্থি

ট্রাকিয়ার (শ্বাসনালি) উভয় পাশে অবস্থিত প্রজাপতি আকৃতির গ্রন্থি। এটি দুটি খণ্ড নিয়ে গঠিত যারা ইথমাস নামক সংযােজক দ্বারা যুক্ত থাকে। থাইরয়েড গ্রন্থি ক্ষরিত হরমােন হলাে-

থাইরয়েড-গ্রন্থি
থাইরয়েড গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের নামথাইরয়েড গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের কাজ
১। ট্রাই আয়ােডাে থাইরােনিন (T;)১। বিপাক হার, হৃদস্পন্দন ও প্রােটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ।
২। থাইরক্সিন (TA)২। বিপাকীয় প্রক্রিয়া ও বৃদ্ধি নিয়ন্ত্রণ।
৩। ক্যালসিটোনিন (CT)৩। রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ।

৩। প্যারাথাইরয়েড গ্রন্থি

থাইরয়েড গ্রন্থির প্রতি খণ্ডের সম্মুখ পার্শ্বীয়ভাবে একটি করে মােট একজোড়া ক্ষুদ্র ডিম্বাকৃতির প্যারাথাইরয়েড গ্রন্থি বিদ্যমান। প্যারাথাইরয়েড গ্রন্থি ক্ষরিত হরমােন হলাে-

প্যারাথাইরয়েড গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের নাম প্যারাথরমােন (PTH)প্যারাথাইরয়েড গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের কাজ ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ।

৪। থাইমাস গ্রন্থি

শ্বাসনালির নিচের দিকে দু’পাশে দুটি থাইমাস গ্রন্থি থাকে। শৈশবে এগুলাে বড় থাকে কিন্তু বয়ােবৃদ্ধির সাথে সাথে ক্ষুদ্রাকার ধারণ করে। এ গ্রন্থি থেকে ক্ষরিত হরমােন হলাে-

থাইমাস গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের নামথাইমাস গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের কাজ
থাইমােসিনলিম্ফোসাইট প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠন।

৫। আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস

অগ্ন্যাশয়ের কতগুলাে কোষ গুচ্ছাকারে বিক্ষিপ্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপেরে ন্যায় একেকটি অন্তঃক্ষরা গ্রন্থি সৃষ্টি করে। এগুলাে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস। আলফা,বিটা, গামা নামক তিন ধরনের কোষ নিয়ে এটি গঠিত।আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহ হলো-

আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের নামআইলেটস অব ল্যাঙ্গারহ্যানস গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের কাজ
১। ইনসুলিন১। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে তাকে কমানাে,গ্লাইকোজেন সংশ্লেষ বা গ্লাইকোজেনেসিসে সহায়তা।
২। গ্লুকাগন২। রক্তে শর্করার পরিমাণ কমে গেলে তাকে বাড়ানাে,গ্লাইকোজেনােলাইসিসে সহায়তা।
৩। সােমাটোস্ট্যাটিন৩। আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে

৬। এড্রেনাল

প্রতিটি বৃক্কের সম্মুখপ্রান্তে টুপির ন্যায় একটি করে মােট দুটি এড্রেনাল গ্রন্থি থাকে। এর বাইরের অংশকে কর্টেক্স এবং ভেতরের অংশকে মেডুলা বলে। এ গ্রন্থি থেকে ক্ষরিত হরমােনের নাম ও কাজ উল্লেখ করা হলাে-

এড্রেনাল-বা-সুপ্রারেনাল-গ্রন্থি.
এড্রেনাল গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের নামএড্রেনাল গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের কাজ
গ্লুকোকটিকয়েডএটি যকৃত ও পেশির গ্লাইকোজেন সংশ্লেষণ উদ্দীপিত করে।

৭। পিনিয়াল বডি

এটি একটি গােলাকার গ্রন্থি। একটি সরু বোঁটা দ্বারা এটি মস্তিষ্কের জয়েনসেফালনের ছাদে সংযুক্ত থাকে। এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমােনের নাম ও কাজ উল্লেখ করা হলাে-

পিনিয়াল বডি গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের নামপিনিয়াল বডি গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের কাজ
মেলাটোনিনত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে

৮। শুক্রাশয়

পুরুষের উদরের নিচে দুই উরুর সন্ধিস্থলে সেক্ৰাটাম নামক থলির মধ্যে দুটি শুক্রাশয় অবস্থান করে। ক্ষরিত হরমােনের নাম ও কাজ বর্ণনা করা হলাে-

শুক্রাশয় গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের নামশুক্রাশয় গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের কাজ
টেস্টোস্টেরনপুরুষ দেহের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটানাে, গৌণ যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করা এবং শুক্রাণু উৎপাদন ক্রিয়া অব্যাহত রাখা।

৯। ডিম্বাশয়

স্ত্রীদেহের শ্রোণিগহবরের পিছনের দিকে জরায়ুর দু’পাশে দুটি ডিম্বাশয় বিদ্যমান। ক্ষরিত হরমােনের নাম ও কাজের বিবরণ দেওয়া হলাে-

ডিম্বাশয় গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের নামডিম্বাশয় গ্রন্থি ক্ষরিত হরমােনসমূহের কাজ
১। ইস্ট্রোজেন১। বয়ঃসন্ধিকালে স্ত্রী দেহের বিভিন্ন যৌনলক্ষণ প্রকাশে সহায়তা এবং ঋতুচক্র নিয়ন্ত্রণ ।
২। প্রােজেস্টেরন২। স্ত্রী দেহে গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ, অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ।

Leave a Comment