রুই মাছের প্রজনন ও জীবনচক্র। রুই মাছের নিষেক।

রুই মাছের প্রজনন (Reproduction)

রুই মাছ দুবছর বয়সে জননক্ষম হয়ে ওঠে। প্রকৃতিতে উপযুক্ত পরিবেশ ছাড়া রুই মাছ প্রজনন করে না। কোন বদ্ধ জলাশয়ে রুই মাছের স্পনিং (Spawning) বা ডিম ত্যাগ ঘটে না। স্রোতযুক্ত নদীর পানিতে, খাল, প্লাবনভূমি ইত্যাদিতে এরা ডিম ছাড়ে। সাধারণত স্ত্রী মাছ ৫১-৭০ সে.মি. এবং পুরুষ মাছ ৬৫ সে.মি. লম্বা হলে প্রজননের জন্য প্রস্তুত হয়। এক প্রজনন ঋতুতে ৩৫ লক্ষ ডিম দেয়। তবে গড়ে প্রতিটি পূর্ণবয়ষ্ক মাছে প্রায় ১ লক্ষ করে ডিম থাকে। সাধারণত জুলাই আগস্ট মাসে রুই মাছ প্রজননে অংশ নেয়। এরা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

রুই মাছের নিষেক (Fertilization)

শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে নিষেক বলে। ভরা বর্ষায় যখন নদীতে প্রবল স্রোত থাকে এবং আবহাওয়া মেঘলা আর মুষলধারে বৃষ্টি হয় তখন রুই মাছ নদীর অগভীর অংশে ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা ২৭-৩০ সেলসিয়াস হয় এবং পর্যাপ্ত পরিমাণে O2 থাকে।

নদীর পানিতে প্রচুর পরিমাণে ভাসমান জৈব ও অজৈব কণা থাকার কারণে পানি ঘোলা হয়ে যায়। পানির ঘোলাটে অবস্থায় রুই মাছ প্রচণ্ড ছুটাছুটি করে। অধিকাংশ কঠিনাস্থি মাছের ডিম পানির উপরে ভেসে থাকে। এদেরকে পেলাজিক ডিম বলে।

কিন্তু রুই মাছের ডিম পানির তলায় ডুবে যায়। এ ধরনের ডিমকে ডিমারসাল ডিম বলে। প্রজননের সময় পুরুষ মাছ স্ত্রী মাছকে অনুসরণ করে। স্ত্রী মাছ প্রথমে পানিতে ডিম (egg) ছাড়লে পুরুষ মাছ তার উপর বীর্য (sperm) ছড়িয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে নিষেক সম্পন্ন হয়। রুই মাছের নিষেক দেহের বাইরে নদীর পানিতে সম্পন্ন হয় বলে একে বহিঃনিষেক (External fertilization) বলে।

রুই মাছের জীবন চক্র (Life cycle)

রুই মাছ একলিঙ্গিক। নিষেকের পর ডিম জাইগোটে (2n) পরিণত হয়। জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে মরুলা, ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলা দশায় পরিণত হয়। গ্যাস্ট্রুলা দশা পরবর্তীতে লার্ভা দশায় পরিণত হয়। এ লার্ভা দশা পরবর্তীতে রেণু পোনা (Hatchlings), ধানী পোনা (Fry), আঙ্গুরী পোনায় (Fingerlings) পরিণত হয়। ২৫ দিন বয়সী পোনাটিকে পুর্ণাঙ্গ মাছের সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

এসময় পোনার মুখের দু’পাশে স্পর্শী (Barbel) সুস্পষ্ট হয় এবং দৈর্ঘ্যে প্রায় ৩০ মি. মি. হয়। এভাবে রুই মাছ সাধারণত দেড় থেকে দুই বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে।

রুই মাছের প্রজনন ও জীবনচক্র।
রুই মাছের প্রজনন ও জীবনচক্র।

Leave a Comment