Mollusca (মোলাস্কা) পর্বের বৈশিষ্ট্য ও উদাহরণ।

পর্ব : Mollusca (মোলাস্কা)

(ল্যাটিন, molluscus নরম; Aristotle এ পর্বের নামকরণ করেন)

এ পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা ৮৪,৯৭৭টি। প্রাণীদের বর্তমান সংখ্যাগত দিক থেকে দ্বিতীয় বৃহত্তম পর্ব হলো মলাস্কা। এদের খোলক রয়েছে এবং এরা ননকর্ডেট প্রাণী। এ পর্বের অধিকাংশ প্রাণী সমুদ্রের লবণাক্ত পানিতে বাস করে। তবে এদের কিছু সদস্য আবার স্বাদু পানিতে,স্থলে এবং গর্তের ভেতরে বাস করে।

Mollusca (মোলাস্কা) পর্বের বৈশিষ্ট্যঃ

  1. দেহ খণ্ডায়নবিহীন, কোমল ও মাংসল।
  2. গ্যাস্ট্রোপোডা ব্যতীত অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম।
  3. ম্যান্টল (Mantle) নামক পেশীময় পাতলা আবরণে দেহ আবৃত। এ আবরণ থেকে নিঃসৃত ক্যালসিয়াম কার্বোনেট ক্ষরণের মাধ্যমে খোলক (Shell) তৈরি করে।
  4. দেহের অঙ্কীয়দেশে মাংসল পা থাকে (পা সাঁতার কাটতে ও গর্ত খননে ব্যবহৃত হয়)।
  5. দেহগহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোসিল এ পরিণত হয়েছে।
  6. দেহে সুস্পষ্ট মস্তক, কর্ষিকা ও সংবেদী অঙ্গ রয়েছে।
  7. পৌষ্টিক নালী প্যাচানো অথবা “U” আকৃতির; অধিকাংশ প্রাণীর মুখ গহ্বর র‍্যাডুলা (Radula) নামক একটি কাঁটাযুক্ত অংশ সমন্বিত।
  8. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা থাকে।
  9. ফুলকা বা ফুসফুস অথবা উভয় অংশ কিংবা ম্যান্টল দিয়ে এরা শ্বসন সম্পন্ন করে।
  10. পৃষ্ঠদেশে অবস্থিত হৃৎযন্ত্র, রক্তনালি ও হিমোসিল উভয়ই উপস্থিত অর্থাৎ এদের অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখা যায়।
  11. ভিন্ন লিঙ্গবিশিষ্ট হয় এবং এসব প্রাণী ডিম পাড়ে।

Mollusca (মোলাস্কা) পর্বের উদাহরণঃ

Neopilina galatheae(নিওপিলিনা), Pila globosa(আপেল শামুক), Lamellidens marginalis(ঝিনুক)

Mollusca (মোলাস্কা) পর্বের বৈশিষ্ট্য ও উদাহরণ।

Leave a Comment