পর্ব : Annelida (অ্যানিলিডা)
(ল্যাটিন, annulus =আংটি। ১৮০৯ সালে Lamarck পর্বটির নামকরণ করেন।)
১৮০৯ সালে Lamarck পর্বটির নামকরণ করেন। এ পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা ১৭,৩৮৮টি। অ্যানিলিডা প্রাণী দৈহিক গড়নের দিক থেকে একদম ভিন্ন এবং এরা অঙ্গ-তন্ত্র মাত্রার গঠন সম্পন্ন প্রাণী।
এদের অধিকাংশই সামুদ্রিক, সমুদ্রের তলদেশে বা পৃষ্ঠে বিচরন করে। কেঁচো ও জোঁক জাতীয় অ্যানিলিডা পর্বের প্রাণীরা স্বাদুপানিতে বা স্থলে বাস করে। অনেকে স্বাধীনজীবী হলেও কিছু সংখ্যক পরজীবীও বটে।
Annelida (অ্যানিলিডা) পর্বের বৈশিষ্ট্য:
- ১। দেহ লম্বাটে ও নলাকার। দ্বিপার্শ্বীয় প্রতিসম।
- ২। প্রকৃত খন্ডায়ন উপস্থিত (অথাৎ দেহ অনেকগুলাে আংটির মতাে খন্ডকে বিভক্ত যা দেহের ভেতরে ও বাইরে সুচিহ্নিত)। প্রতিটি খন্ডকে বলে সোমাইট বা খণ্ডক।
- ৩। প্রকৃত সিলােম উপস্থিত (অর্থাৎ দেহগহ্বর পেরিটোনিয়ামে পরিবেষ্টিত)।
- ৪। চলন অঙ্গ কাইটিনজাত সিটি (setae) বা জোড় পার্শ্বীয় প্যারাপােডিয়া (Parapodia)।
- ৫। নেফ্রিডিয়া (Nephridia) প্রধান রেচন অঙ্গ যা প্রায় প্রতিটি খন্ডকেই অবস্থিত।
- ৬। সমস্ত শরীর এক্টোডার্ম নিঃসৃত স্বচ্ছ ও স্যাতস্যাতে কাইটিনবিহীন কিউটিকলে আবৃত।
Annelida (অ্যানিলিডা) পর্বের উদাহরণঃ
Neanthes virens (নেরিস), Pheretima posthuma (কেঁচো), Hiru
