জন্মনিয়ন্ত্রণ বা গর্ভনিরােধক পদ্ধতি?
সন্তানের জন্ম বিভিন্ন উপায়ে রােধ করা সম্ভব। বর্তমানে অনেক ধরনের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি আছে। পরিকল্পিত ও সুস্থ-সুন্দর পরিবার গড়ে তােলার জন্য প্রতিটি দম্পতিকেই জন্মনিয়ন্ত্রন পদ্ধতি সম্পর্কে সকল তথ্য জানতে হবে এবং ভেবে-চিন্তে উপযুক্ত পদ্ধতিটি বেছে নিতে হবে।
জন্মনিয়ন্ত্রণ বা গর্ভনিরােধক পদ্ধতি এর প্রকারভেদ
জন্মনিয়ন্ত্রনের বহুল ব্যবহৃত আধুনিক পদ্ধতিগুলাে হলাে-
অস্থায়ী পদ্ধতি স্বল্পমেয়াদী
- বড়ি (Oral pill)- মহিলাদের জন্য
- কনডম (Condom) – পুরুষ ও মহিলাদের জন্য
- ইনজেকশন (Injection)-মহিলাদের জন্য (তিন মাস মেয়াদী)।
- ডায়াফ্রাম (Diaphram) মহিলাদের জন্য (৬ ঘণ্টা মেয়াদী)।
- স্পঞ্জ (Sponge)-মহিলাদের জন্য (২৪ ঘণ্টা মেয়াদী)।
অস্থায়ী দীর্ঘমেয়াদী
আই ইউ ডি (Intrauterine device-IUD)- মহিলাদের জন্য (দশ বছর মেয়াদী)
স্থায়ী পদ্ধতি
- ভ্যাসেকটমি(Vasectomy)- ছুরিবিহীন ভ্যাসেকটমি (পুরুষদের জন্য)
- টিউবেকটমি (Tubectomy)- লাইগেশন (মহিলাদের জন্য)।